1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সিলভা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ অনুমোদন
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পিএম

সিলভা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ অনুমোদন

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
silva-pharmacecals

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালসের ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।

আজ সোমবার কোম্পানিটির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়। এজিএম এ কোম্পানির লভ্যাংশ অনুমোদনসহ মোট সাতটি এজেন্ডা শেয়ারহোল্ডারবৃন্দ অনুমোদন করেন। কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ডা. সায়রা খান কোম্পানীর অর্থনৈতিক অবস্থা সমন্ধে বিস্তারিত আলোকপাত করে বলেন সকলের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পাবে৷

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৫ পয়সা । ৩০ জুন,১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান সিলভানা মির্জার সভাপতিত্বে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সামিনা মির্জা ও ফারহানা মির্জা। এছাড়া কোম্পানির সিএফও মো. আবুল কাশেম, সেক্রেটারি ইকবাল হোসেনসহ কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ