আজ বুধবার পুঁজিবাজারে বড় পতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১১টির বা ৩.১৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫ টাকা। আজ কোম্পানিটির ক্লোজিং দর হয়েছে ২২ টাকা ৫০ পয়সায়। দর বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা বা ৫০ শতাংশ। এর মাধ্যমে দেশ ইন্স্যুরেন্স ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৫ শতাংশ, ভিএএমএলআরবিবি ফান্ডের ২.৮৯ শতাংশ, এসআইবিএলের ২.৪১ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১.২৬ শতাংশ, আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ডের ১.২৫ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১.২৪ শতাংশ, এসইএমএলআইবিবিএল ফান্ডের ১.১১ শতাংশ, এবং ইসলামী ব্যাংকের দর বেড়েছে ০.৩৫ শতাংশ।