বুধবার (৩১ মার্চ) বড় ধসে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম দিন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২২.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৫০ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ২.৮৯ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ২.৪১ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১.২৬ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.২৫ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১.২৪ শতাংশ এবং এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ১.১১ শতাংশ এবং ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.৩৫ শতাংশ বেড়েছে।