শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (৩১ মার্চ) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি চারটি হলো : আইসিবি ইসলামিক ব্যাঅংক, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং একটিভ ফাইন কেমিক্যাল।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের বিকাল ৩টায়, আইএফআইসি ব্যাংকের বিকাল ৪টায়, প্রাইম ব্যাংকের বিকাল ৪টায় এবং একটিভ ফাইনের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং প্রাইম ব্যাংকের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের এবং একটিভ ফাইনের বোর্ড সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।