পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলসের ব্যবসা পরিচালনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক মেসার্স জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।
কোম্পানিটির ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিষ্ঠান।
নিরীক্ষক জানিয়েছে, কোম্পানির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ৯ কোটি ৮৬ লাখ টাকা লোকসান হয়েছে। এর মাধ্যমে আলোচ্য সময়ে কোম্পানির সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) ঋণাত্মক হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা। একই সঙ্গে কোম্পানিটি উৎপাদন বন্ধ রয়েছে।
ফলে এ পরিস্থিতিতে ভবিষ্যৎ কোম্পানির ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা রয়েছে বলে জানিয়েছে মেসার্স জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৫৬টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪৫.৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১.৮০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৩.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।