সোমবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির বা ৫৩.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকায় ৮০ শতাংশই মিউচ্যুয়াল ফান্ডের কোম্পানির দখলে চলে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে টপটেন গেইনার তালিকার ১০টি কোম্পানির মধ্যে ৮টিই মিউচ্যুয়াল ফান্ডের কোম্পানি। টপটেন গেইনারের মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলোর মধ্যে সবার উপরে উঠে আসে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড। এই ফান্ডের ইউনিট দর আজ ৯.৭৫ শতাংশ বেড়েছে।
গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের অন্য সাতটি কোম্পানির মাধ্য সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯.০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৬৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.২১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৭.৮১ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৭.৫০ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৭.২৭ শতাংশ বেড়েছে।
এছাড়া টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে আসে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর প্রথম দিনই ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। টপটেন গেইনারে উঠে আসা অন্য কোম্পানিটি হলো বে লিজিং। কোম্পানিটির শেয়ার দর আজ ৯.১৭ শতাংশ বেড়েছে।