1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পতনের মাত্রা কমেছে শেয়ারবাজারে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পিএম

পতনের মাত্রা কমেছে শেয়ারবাজারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
dse-cse-1

বুধবার ব্যাপক পতন হলেও বৃহস্পতিবার (২৪ মার্চ) সপ্তাহের শেষ কার্যদিবস পতনের মাত্রা কিছুটা কমেছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সূচক ও লেনদেন কমলেও এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৭.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ০.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৭.৬৯ পয়েন্টে, ২০২০.৯০ পয়েন্টে এবং ১১৩৩.৫৩ পয়েন্টে।

আজ ডিএসই ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯১ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৩৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৭.৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ৮১টির বা ২৩.৬৮ শতাংশের এবং ১৩২টির বা ৩৮.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.০১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪.৫৩ পয়েন্টে। সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ