1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্বতন্ত্র পরিচালকরা দুর্বল কোম্পানির ঋণের দায় নেবে না
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ পিএম

স্বতন্ত্র পরিচালকরা দুর্বল কোম্পানির ঋণের দায় নেবে না

  • আপডেট সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
Bsec

‘জেড’ ক্যাটাগরিতে অবস্থিত, উদ্যোক্তা/পরিচালকেরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারনে ব্যর্থ, সঠিকভাব ব্যবসা পরিচালনা করছে না ও ৩ বছরের বেশি সময় লভ্যাংশ দেয় না এমন কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালকেরা ঋণ বা অন্যকোন দায়ের জন্য ব্যক্তিহত গ্যারান্টি দেবে না। এছাড়া তারা এ জাতীয় কোম্পানির জন্য ঋণ খেলাপি হবে না।

মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা এক নির্দেশনায় এমনটি জানানো হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, এ জাতীয় কোম্পানিতে পর্ষদ ৩ সদস্যের সাব কমিটি গঠন করবে। এরমধ্যে কমপক্ষে ১জন স্বতন্ত্র পরিচালক থাকবে। কোম্পানিগুলোর পর্ষদ বছরে কমপক্ষে ৪টি সভা করবে। তবে মাসে কোনভাবেই ৪টির বেশি সভা করা যাবে না। তবে প্রথম ৪ মাস ৪টির বেশি সভা করা যাবে। কিন্তু পর্ষদ পূণ:গঠনের প্রথম ২ মাসে ৮টির বেশি এবং পরবর্তী ২ মাসে ৬টির বেশি করা যাবে না।

এদিকে সাব কমিটিও বছরে কমপক্ষে ৪টি সভা করবে। তবে মাসে ১টির বেশি করতে পারবে না। কিন্তু পর্ষদ পূণ:গঠনের প্রথম ২ মাস সর্বোচ্চ ২টি সভা করা যাবে।

পরিচালনা পর্ষদ ও সাব কমিটির সব পরিচালক সভার জন্য সম্মানি পাবে বলে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে। তবে প্রতিটি সভার জন্য সম্মানি ফি হিসেবে কেউ ৮ হাজার টাকার বেশি পাবে না।

এসব কোম্পানির উন্নতি ও কমপ্লায়েন্স পরিপালনের বিস্তারিত তথ্য মাস শেষ হওয়ার ১০ দিনের মধ্যে স্বতন্ত্র পরিচালকদেরকে কমিশনে দাখিল করতে বলা হয়েছে বিএসইসির ওই নির্দেশনায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ