মাননীয় অর্থমন্ত্রী বলতে গেলেই কান্না আসে। কিছু বলতে পারি না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১ বছর ধরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করে। দেড় বছর আগে ডিএসই ভবনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানো হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) ডিএসইর আয়োজিত “স্বাধীনতার সূবর্ণজয়ন্তী: বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের শেয়ারবাজারের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভায় কান্নাজড়িত কন্ঠে এসব বলেন স্টক এক্সচেঞ্জটির পরিচালক রকিবুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম।
রকিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএসইর অটোমেশন করে দিয়েছেন। তিনি প্রায় বিনাপয়সায় ডিএসইকে ৪ বিঘা জমি দিয়েছেন। যেখানে বর্তমানে ডিএসইর প্রধান কার্যালয়। আপনার (অর্থমন্ত্রী) নেতৃত্বে স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজড হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও আপনার (অর্থমন্ত্রী) অংশগ্রহনে ফ্লোর প্রাইস নির্ধারনের মাধ্যমে শেয়ারবাজারকে বাচিঁয়ে দেওয়া হয়েছে বলে জানান রকিবুর রহমান। তিনি বলেন, অর্থমন্ত্রী বোনাস শেয়ারে কড়াকড়ি ও নগদ লভ্যাংশে উৎসাহিত করার মাধ্যমে শেয়ারবাজারকে সহযোগিতা করেছেন। এছাড়া কালো টাকা বিনিয়োগের সুযোগের মাধ্যমে যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি দায়িত্ব নেওয়ার শুরুতেই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে তার ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেছিলেন। বর্তমানে বাজার সঠিক পথে রয়েছে।