1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সামান্য উত্থান ডিএসইতে, সিএসইতে পতন
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পিএম

সামান্য উত্থান ডিএসইতে, সিএসইতে পতন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
DSE-CSE

মঙ্গলবার (২৩ মার্চ) নামমাত্র উত্থান হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৩.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৭.৫৯ পয়েন্টে এবং ১১৫৪.৩৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমেছে।

আজ ডিএসই ৬৩১ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬২ কোটি ১১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৬.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৮টির বা ৪০ শতাংশের এবং ১১৪টির বা ৩৩.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭১.৬০ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ