1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারবাজারে আসতে চায় এনডিই
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পিএম

শেয়ারবাজারে আসতে চায় এনডিই

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

দেশের শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন উত্তোলন করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)। এ লক্ষ্যে সম্প্রতি কোম্পানিটি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে।

এনডিইর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান মুস্তাফিজ এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এনডিইর চেয়ারম্যান ইমরান মুস্তাফিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টসের চিফ অপারেটিং অফিসার রুবায়েত-ই-ফেরদৌস ছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণশিল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই)। প্রতিষ্ঠানটি মূলত বিদ্যুৎকেন্দ্র, শিল্প ভবন ও অবকাঠামো, বিমানবন্দর টার্মিনাল, সড়ক ও সেতু ইত্যাদি নির্মাণে নিযুক্ত রয়েছে। এনডিই প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সাফল্যের সঙ্গে ৫০০ টিরও বেশি প্রকল্প শেষ করেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ