কোভিড-১৯ মহামারীকালসহ যে কোনো সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে পুঁজিবাজারের লেনদেন অব্যাাহতভাবে চালু থাকবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২২ মার্চ) বিএসইসি এ তথ্য জানিয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএসইসির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ মহামারীকালসহ যে কোন সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সকল লেনদেন যথাবিহিত অব্যাহতভাবে চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোন রকম গুজবে কান না দেয়ার অনুরোধ জানানো হয়েছে।