1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বড় পতনের ধাক্কা সামলে উত্থানে পুঁজিবাজার
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

বড় পতনের ধাক্কা সামলে উত্থানে পুঁজিবাজার

  • আপডেট সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
dse-cse-trade

আগের দুই দিনের বড় পতনের ধাক্কা সামলে কিছুটা উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়েছে। টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে টাকার পরিমাণে ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৭ কোটি ১৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, দর কমেছে ৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২১০ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ