পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের যমুনা অয়েল ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ডেল্টা এলপিজির সঙ্গে চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানাা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের টি.কে ভবনে যমুনা অয়েল ও ডেল্টা এলপিজির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী যমুনা অয়েলের রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস ও পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে। যমুনা অয়েল প্রতি লিটার এলপিজি অটোগ্যাস বিক্রি করে ৫০ পয়সা করে রয়েলিটি পাবে।