1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম

এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
Exim

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২১ মার্চ) বিএসইসির ৭৬৬তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বন্ডটি আনসিকিউরড ও কন্টিনজেন্ট-কনভার্টেবল ব্যাসেল ৩ কম্পিমেন্ট। যা সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, ট্রাস্টসহ অন্যান্য যোগী বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংকটির এডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং অ্যারেঞ্জার হিসেবি যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস কাজ করছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ