পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইনান্স ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার প্রস্তাব করেছে। অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা ডিভিডেন্ড দেয়ার প্রস্তাব করেছে।
বর্তমানে দেশে এফডিআর-এর উপর সুদ পাওয়া যায় ৬ শতাংশের কম। ইউনাইটেড ফাইনান্সের বর্তমান শেয়ার দর ১৫ টাকা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারে এক টাকা হিসাবে ডিভিডেন্ড হিসাবে পাওয়া যাবে ৬.৬৬ শতাংশের বেশি।
কোম্পানির শেয়ারের যে বাজার মূল্য তা বিবেচনা করলে সেখানে সঞ্চয় করার চেয়ে শেয়ার কিনলেই বেশি মুনাফা পাওয়া যাবে।
২০২০ হিসাব বছরে মহামারির বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। এই আয় গত বছরের তুলনায় কিছুটা কম। গতবছর ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১১ পয়মা।
শেয়ারনিউজ/ঢাকা, ২০ মার্চ ২০২১