পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতালের পরিচালনা পর্ষদ ৪.১২ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ঢাকার শের-ই-বাংলা নগরের রাজাবাজারে একটি ৫ তলা ভবন এবং একটি ৪ তলা ভবনসহ ৪.১২ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
এই জমি ক্রয়ে রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচসহ কোম্পনিটির ৫ কোটি টাকা ব্যয় হবে। এ অর্থ সাউথইস্ট ব্যাংকের ধানমন্ডি শাখা অর্থায়ন করবে।