বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলসের শেয়ার আজ ২৫ নভেম্বর, সোমবার থেকে পাবলিক মার্কেটে লেনদেন করবে। কোম্পানিটির ব্যাধ্যতামূলক স্পট মার্কেটে লেনদেন প্রত্যাহার করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশে কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন প্রত্যাহার করা হয়। এর আগে আলহাজ্ব টেক্সটাইল বিএসইসির কাছে স্পটে লেনদেন প্রত্যাহারের জন্য আবেদন করে। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে গত ২১ নভেম্বর বিএসইসির নিয়মিত কমশিন সভায় স্পট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
বিএসইসি জানায়, আলহাজ্ব টেক্সটাইলের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় সভায় কোম্পানিকে বর্ণিত অভিযোগ থেকে অব্যহতি দেয়া হয়েছে। এবং কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’ এ লেনদেনের আদেশ প্রত্যাহার এর সিদ্ধান্ত হয়।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম