1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে ‘মটু পাতলু’ কোম্পানির বিশাল বাজিমাত
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ এএম

পুঁজিবাজারে ‘মটু পাতলু’ কোম্পানির বিশাল বাজিমাত

  • আপডেট সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
moto-patlu-sharebarta

প্রায় ৫৮৩ কোটি রুপির আইপিও নিয়ে এসেছে নাজারা। কয়েক ঘণ্টার মধ্যেই আবেদন জমা পড়ে এর চেয়েও বেশি অঙ্কের শেয়ার কেনার। বেলা সাড়ে ১২টার আগেই মূল আইপিওর ১.২৮ গুণ বেশি অঙ্কের শেয়ার কেনার আবেদন পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ।

ভারতের জনপ্রিয় কার্টুন সিরিজ মটু পাতলুর নির্মাতা প্রতিষ্ঠান নাজারা টেকনোলজিস তালিকাভুক্ত হতে যাচ্ছে দেশটির পুঁজিবাজারে।

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আবেদন নেয়ার শুরুতেই বরাদ্দ করা শেয়ারের কয়েক গুণ বিনিয়োগকারী শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছেন।

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার প্রতিষ্ঠানটি দেশটিতে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রথম গেমিং প্রতিষ্ঠান।

মঙ্গলবার থেকে আইপিও আবেদন নেয়া শুরু হয়েছে। প্রথম দিনই বিপুল আগ্রহ ছিল ক্রেতাদের।

প্রায় ৫৮৩ কোটি রুপির আইপিও নিয়ে এসেছে নাজারা। কয়েক ঘণ্টার মধ্যেই আবেদন জমা পড়ে এর চেয়েও বেশি অঙ্কের শেয়ার কেনার।

বেলা সাড়ে ১২টার আগেই মূল আইপিওর ১.২৮ গুণ বেশি অঙ্কের শেয়ার কেনার আবেদন পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ।

এনডিটিভি জানিয়েছে, ক্রেতাদের বেশিরভাগই ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারী। খুচরা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ আইপিওর তিন গুণ বেশি আবেদন জমা পড়েছে। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ আইপিওর জন্য আবেদনের হার মাত্র ১২ শতাংশ।

আইপিওতে সাধারণ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যথাক্রমে এক হাজার ১০০ ও এক হাজার ১০১ রুপিতে পাবে প্রতিটি শেয়ার।

ভারতের স্থানীয় ব্রোকারেজ হাউজ মোটিলাল অসওয়াল নিজ গ্রাহকদের দেয়া এক চিঠিতে বলেছে, ‘মোবাইল গেমিংয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছে নাজারা। আগামী দুই তিন বছরে প্রতিষ্ঠানটি আরো গতিশীল হবে। তাই এ প্রতিষ্ঠানের শেয়ার কিনতে আমরা গ্রাহকদের উদ্বুদ্ধ করছি।’

নাজারার মোট শেয়ারের ১৬.৭ শতাংশ, অর্থাৎ ৫০ লাখের বেশি শেয়ার বাজারে ছাড়া হয়েছে।

বিদ্যমান শেয়ারধারীরাই ছাড়ে আইপিও কিনতে পারবেন এবং পরে নতুন করে শেয়ার বিক্রির জন্য বাজারে ছাড়া হবে না।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ