সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৯.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপসের। ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।
আগের কার্যদিবস সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৭.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৭.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসই দর বৃ্দ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃ্দ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলের ৮.৮৪ শতাংশ, সিলকো ফার্মার ৭.১৪ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৫.৩৫ শতাংশ, রহিমা ফুডের ৫.১২ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৯৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৯৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৭৮ শতাংশ, ফাইন ফুডসের ৪.৬৯ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৪.১৩ শতাংশ বেড়েছে।