1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে পতন হলেও বেড়েছে লেনদেন
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পিএম

পুঁজিবাজারে পতন হলেও বেড়েছে লেনদেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

আগের কার্যদিবস সোমবার সামান্য উত্থান হলেও মঙ্গলবার পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৬.৪০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৬.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬১.৬৫ পয়েন্টে, ২১১১.৮৬ পয়েন্টে এবং ১১৭৬.৫৮ পয়েন্টে।

আজ ডিএসই ৬৯৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৪ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির বা ২৯.২০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯,৩৯ শতাংশের এবং ১১৪টির বা ৩১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৭.৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ১০৩টির আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ