1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এলআর গ্লোবালের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করছে বিএসইসি
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৪ এএম

এলআর গ্লোবালের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করছে বিএসইসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
LR-Global-Bd-1

পুঁজিবাজারের বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির বিদেশী মালিককে গত আট বছর যাবত অন্ধকারে রেখেছে প্রতিষ্ঠানটির দেশি মালিক ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির উর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের বিদেশী পার্টনার গেভিন উইলসন নামে এক ব্যক্তি কমিশনে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি পরীক্ষা নিরীক্ষা করছে কমিশন।

বিদেশী পার্টনার গেভিন উইলসন গত ২৫ ফেব্রুয়ারি এই অভিযোগের একটি একটি চিঠি বিএসইসিতে পাঠান। চিঠিতে বলা হয়েছে, নিউইয়র্কভিত্তিক প্রাইভেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের ৪৭ দশমিক ৭০ শতাংশ শেয়ারের মালিক। গত আট বছর এই মালিককে দেশি পার্টনার রিয়াজ ইসলাম কোন তথ্য দিচ্ছেন না।

বিএসইসিকে দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি ও সিআইও রিয়াজ ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিনের আইনী মামলা সম্পর্কে তারা অবগত। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির ভালোভাবে পরিচালনা করার জন্য সমস্যা সমাধানে তারা আলোচনা করতে চায়।

চিঠিতে বলা হয়েছে, অংশীদার হিসেবে রিয়াজ ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ তারা পেয়েছে। এছাড়া তারা রিয়াজ ইসলামের বর্তমান কর্মকাণ্ডে সম্যক অবগত এবং খুবই অখুশি। বিগত ৮ বছরে বিদেশীরা ৪৭ দশমিক ৭০ শতাংশ মালিকানা সত্ত্বেও কোন লভ্যাংশ নেইনি বলে জানিয়েছে। যদিও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি থেকে প্রতি বছর লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া রিয়াজ ইসলাম নিয়মিত বেতন ও বোনাস নিচ্ছেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ