1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংকের উপর ভর করে সূচকের পালে হাওয়া
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পিএম

ব্যাংকের উপর ভর করে সূচকের পালে হাওয়া

  • আপডেট সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
up

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ মার্চ) ব্যাংক খাতের প্রায় সব শেয়ারের দাম বাড়াকে কেন্দ্র করে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক খাতের পাশাপাশি প্রকৌশল এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দামও বেড়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। এর ফলে দরপতনের একদিন পর পুঁজিবাজারে আবারও উত্থান হলো।

সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো ৩০ শতাংশের পরিবর্তে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৫ শতাংশ নগদ লভ্যাংশের পর বোনাস শেয়ারও লভ্যাংশ ঘোষণা করতে পারবে। এই সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক। এমন খবরে শেষ সময়ে বাজারে উত্থান হয়েছে।

এদিন ব্যাংক খাতের ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টি, কমেছে ৬টির, আর অপরিবর্তি রয়েছে ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তাতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের পাশাপাশি সূচক ও লেনদেন বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, সোমবার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৩২ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস পাঁচ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৩ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ সূচক ২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৩ কোটি ৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬২২ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত রয়েছে ১২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরনি ক্যাবলস, অগ্রণী ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, দেশ গার্মেন্টস, আইডিএলসি, রবি আজিয়াটা, অ্যাপেক্স ফুড, বঙ্গজ, রহিমাফুড এবং প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, বিজিবি পাওয়ার, বাংলাদেশ সাবমেরনি ক্যাবলস, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টির। এতে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৭ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ৪২ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ