পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠিত করতে কাজ করছে। যুগের চাহিদা ও ব্যবসায় বৈচিত্র আনতে নিজেদের গ্রুপের আইটি কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেকের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন এ ব্যবসা চালু করা হবে। কোম্পানি সুত্রে এ তথ্য জানা যায়।
এ ব্যবসায় গোল্ডেন হার্ভেস্টের ব্যয় হবে ৫ কোটি টাকা। আর বিনিয়োগের বিপরীতে কোম্পানিটি ৪৫ শতাংশ শেয়ারের মালিকানা পাবে। আগামী ৪-৫ মাসের মধ্যে ই-কমার্স ব্যবসা পুরোদমে চালু হবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।
তথ্য প্রযুক্তি খাতে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ই-কমার্স ব্যবসা চালু করতে যাচ্ছে গোল্ডেন হার্ভেস্ট। তারা বেশকিছু নতুন থিম নিয়ে কাজ করছে, যা ব্যবসাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে ডিসকাউন্ট বান্ডেল, একই জায়গায় সকল ওষুধ পাওয়ার নিশ্চয়তা ইত্যাদিসহ গ্রাহকের চাহিদা বিবেচনায় নিত্য-নতুন সেবা চালু করা হবে।
ইতোমধ্যে ই-কমার্স ব্যবসা চালু করতে ১৮০০ কর্মী নিয়ে আইটি কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক কাজ করছে। আগামী ৪-৫ মাসের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়া সম্ভব হবে বলে আশা করছে কোম্পানিটির কর্তৃপক্ষ।