সম্পত্তি, প্লান্ট ও সরঞ্জামাদি পুনর্মূল্যায়ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
আজ সোমবার এ বিষয়ে ভিজিটাল প্লাটফর্মে বিকাল ৪টায় কোম্পানির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
পুনর্মূল্যায়নের পূর্বে কোম্পানির সম্পত্তি, প্লান্ট ও সরঞ্জামাদির মূল্য ছিল ৫৮৮ কোটি ১১ লাখ ৮৪ হাজার ২১৮ টাকা, পুনর্মূল্যায়নে যোগ হয়েছে ৩০৬ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৬৯৪ টাকা।পুনর্মূল্যায়নের পর সম্পত্তি, প্লান্ট ও সরঞ্জামাদির মূল্য দাঁড়িয়েছে ৮৯৪ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৯১২ টাকা।
পুনর্মূল্যায়নের পূর্বে কোম্পানির নেট সম্পদ মূল্য ছিল ৪৮৯ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৫৮ টাকা। পুনর্মূল্যায়নে যোগ হয়েছে ৩০৬ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৬৯৪ টাকা।পুনর্মূল্যায়নের পর দাঁড়িয়েছে ৭৯৬ কোটি ১ লাখ ১৫ হাজার ৭৫২ টাকা।
পুনর্মূল্যায়নের পূর্বে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল (এনএভি) ৪৬.৪৪ টাকা। পুনর্মূল্যায়নের পরে দাঁড়িয়েছে ৭৫.৪৯ টাকা।
উল্লেখ্য প্রিমিয়ার সিমেন্টের সম্পত্তি, প্লান্ট ও সরঞ্জামাদি পুনর্মূল্যায়ন করেছে হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি।