1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তিন খাতের বিনিয়োগকারীরা বড় বেকায়দায়
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:০৩ এএম

তিন খাতের বিনিয়োগকারীরা বড় বেকায়দায়

  • আপডেট সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ৫০ পয়েন্ট। শেয়ার দর কমেছে ১৭২টি কোম্পানির, বেড়েছে ৭৫টি কোম্পানির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৪টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর ২০ খাতের মধ্যে ১৮ খাতেরই শেয়ার দর কমেছে। এর মধ্যে বড় তিন খাতের শেয়ার দরে ছিল ভরাডুবি। খাত তিনটি হলো-আর্থিক, ইন্সুরেন্স এবং বিদ্যুও ও জ্বালানি খাত। এই তিন খাতের বিনিয়োগকারীরা বড় বেকায়দায় পড়েছে বলে বাজার সংশ্লিষ্টদের অভিমত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের কার্যদিবস বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ার দর কিছুটা চাঙ্গা ছিল। তবে ওইদিনও ইন্সুরেন্স ও আর্থিক খাতে ছিল মন্দাভাব। আজও ইন্সুরেন্স ও আর্থিক খাতে মন্দাভাব অব্যাহত ছিল।

পতনের গভীরতার দিক থেকে আজ ইন্সুরেন্স খাত ছিল পতনের শীর্ষে। যদিও গত কয়েক সপ্তাহ যাবতই ইন্সরেন্স খাতে মন্দাবস্থা বিরাজ করছে। গত তিন সপ্তাহে ডিএসইতে জেনারেল ইন্সুরেন্স ছিল পতনের দিক থেকে সবার উপরে। সাম্প্রতিককালে পতনের কবলে থাকা খাতগুরোর মধ্যে ইন্সুরেন্স খাতের বিনিয়োগকারীদের রক্তরক্ষণ বেশি বলে বাজার সংশ্লিষ্টরা বলছেন।

আজ ইন্সুরেন্স খাতে লেনদেন হওয়া ৪৭টি কোম্পানি মধ্যে পতন হয়েছে ৩৭টির, বেড়েছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। সর্বশেষ দর অনুযায়ী এখাতে আজ দর বেশি কমেছে ডেল্টা লাইফের ৫.৩২ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৪.৭০ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৪.৬৯ শতাংশ, পূরবী ইন্সুরেন্সের ৪.৫৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৪.৪৬ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৪.২৪ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৪.২১ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৪.০১ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৩.৮১ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ৩.৭৯ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৩.২৭ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৩.০৭ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৩.০১ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ২.৮১ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ২.৭০ শতাংশ এবং নর্দার্ন ইন্সুরেন্সের ২.৬৫ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ডিএসই দর পতনের শীর্ষ তালিকায় ছিল নিটল, সোনারবাংলা, পূরবী, পিপলস ও এক্সপ্রেস ইন্সুরেন্স। এর মধ্যে গত তিন মাস যাবত নিটল ইন্সুরেন্স পতনে রয়েছে। এ সময়ে শেয়ারটির দর ৬৮ টাকা থেকে ৪৩ টাকায় নেমে এসেছে। কমেছে ২৫ টাকা বা প্রায় ৩৭ শতাংশ।

আজ দর পতনের দ্বিতীয় স্থানে ছিল আর্থিক খাত। খাতটির ২৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৮টির, বেড়েছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। সর্বশেষ দর অনুযায়ী এখাতে আজ দর বেশি কমেছে বিডি ফাইন্যান্সের ৯.৩৯ শতাংশ, আইডিএলসির ৬.৮৮ শতাংশ ও আইপিডিসির ৬.৪৩ শতাংশ। কোম্পানিগুলো লভ্যাংশ অ্যাডজাস্ট হওয়ায় দর বেশি কমেছে। এছাড়া, দর কমেছে ন্যাশনাল হাউজিংয়ের ৩.০১ শতাংশ, লংকাবাংলার ৩.০১ শতাংশ, ফারইস্টের ২.৫০ শতাংশ।

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ লেনদেন হওয়া ২০টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৫টির, কমেছে ৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২টির। সর্বশেষ দর অনুযায়ী এখাতে আজ দর বেশি কমেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫.৬৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.৫৬ শতাংশ, পাওয়ারগ্রীডের ৩.৯৫ শতাংশ ও বারাকা পাওয়ারের ৩.৯৪ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ