সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ৫০ পয়েন্ট। শেয়ার দর কমেছে ১৭২টি কোম্পানির, বেড়েছে ৭৫টি কোম্পানির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৪টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন পতনের বাজারেও দুই খাতের বিনিয়োগকারীরা শেয়ার কেনায় সক্রিয় ছিল। বিনিয়েগকারীদের শেয়ার কেনার চাপে আজ খাত ২টির বেশিরভাগ শেয়ার ‘গ্রীণ জোনে’ ছিল। খাতগুলো হলো-ব্যাংক খাত ও মিউচ্যুয়াল ফান্ড খাত।
আজ সবচেয়ে বেড়েছে ব্যাংক খাতের শেয়ার দর। এখাতের ৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টির, দর কমেছে ৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮টির। সর্বশেষ দর অ্নুযায়ী এখাতের আজ দর বেশি বেড়েছে ইসলামী ব্যাংকের ৪.৫৯ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪.১৬ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৩.৯০ শতাংশ, প্রাইম ব্যাংকের ৩.৩৩ শতাংশ, যমুনা ব্যাংকের ২.৮২ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ২.৬০ শতাংশ ও সাউথইস্ট ব্যাংকের ২.৪৩ শতাংশ।
গতকাল শনিবার বিএসইসির চেয়ারম্যান বলেছেন, মিউচ্যুয়াল ফান্ড খাতে বড় বিনিয়োগ আসবে। তাঁর এক কথাই বড় পতনের দিনেও এখাতে চাঙ্গাভাব ফিরে আসে। আজ খাতটির ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৬টির, দর কমেছে ৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির। সর্বশেষ দর অ্নুযায়ী এখাতের আজ দর বেশি বেড়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৫.৪০ শতাংশ, এসইএমএলআইবিবিএল শরীয়াহ ফান্ডের ৩.৪০ শতাংশ, সিএপিএমআইবিবিএল ফান্ডের ৩.১৮ শতাংশ, এফবিএফ ফান্ডের ২.০৮ শতাংশ, পিএইচপি ফান্ড ওয়ানের ২ শতাংশ, ফাস্ট প্রাইম ফান্ডের ১.৯৮ শতাংশ, ইবিএলএনআরবি ফান্ডের ১.৯৮ শতাংশ, এবিবি ফাস্ট ফান্ডের ১.৮১ এবং ট্রাস্ট ব্যাংক ফাস্ট ফান্ডের ১.৭৮ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি ফান্ডের ১.৭১ শতাংশ এবং এলআর গ্লোবাল ফান্ডের ১.৫১ শতাংশ।