বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া আবু ফরাহ মো. নাছের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. সফিউল আলমের সই করা এক প্রজ্ঞাপনে আজ রোববার তাকে অবসরোত্তর ছুটি স্থগিত শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ৬২ বছর বয়স পর্যন্ত তিনি ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে গত মাসে অবসরোত্তর ছুটিতে যান আবু ফরাহ মো. নাছের। করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে অগ্রণী ভূমিকা ছিল তার। এজন্য তাকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফরাহ নাছেরের নিয়োগের ফলে বাংলাদেশ ব্যাংকে এখন ডেপুটি গভর্নর হলেন চারজন। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের চারটি পদই এর মাধ্যমে পূরণ হলো।
এর আগে ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের চাকরির মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সাধারণত নির্বাহী পরিচালক পর্যন্ত পদোন্নতি পেয়ে থাকেন। শীর্ষ দুই পদ ডেপুটি গভর্নর ও গভর্নর নিয়োগ দেয় সরকার।
২০১৬ সালে রিজার্ভ চুরির ঘটনার পর দুই ডেপুটি গভর্নরকে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে দুই ডেপুটি গভর্নর দিয়েই কেন্দ্রীয় ব্যাংক চলছিল। এরপর ২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খানকে ৬২ বছর বয়স পর্যন্ত ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
কাজী ছাইদুর রহমানের ৬২ বছর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি এবং এ কে এম সাজেদুর রহমান খানের ৬২ বছর হবে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি। আরেক ডেপুটি গভর্নর আহমেদ জামালের ৬২ বছর পূর্ণ হবে ২০২৩ সালের ৩০ জুন।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় জন্ম ফরাহ নাছের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি কর্মজীবন শুরু করেন অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে।
১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি। দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, মাইক্রোক্রেডিট রিগুলেটরি অথরিটি, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে।
উপমহাব্যবস্থাপক থাকার সময়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ফরাহ নাছের।