কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া আবু ফরাহ মো. নাছের ডেপুটি গভর্নর হতে যাচ্ছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে তাকে এই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি সপ্তাহেই অর্থ মন্ত্রণালয় হতে তার নিয়োগের প্রজ্ঞাপন হতে পারে।
ফরাহ নাছের করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে গত মাসে অবসরোত্তর ছুটিতে যান তিনি।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় জন্ম ফরাহ নাছের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন শুরু করেন অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে।
১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন তিনি। দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, মাইক্রোক্রেডিট রিগুলেটরি অথরিটি, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে উপমহাব্যবস্থাপক থাকা অবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ফরাহ নাছের। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, স্পেন, নেপাল, হংকং, মিসর, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।