সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ মার্চ) পুঁজিবাজারে পতন ঠেকাল ব্যাংক ও আর্থিক খাত। ব্যাংক খাতের শেয়ারের দর বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে।
আজ ডিএসইতে ব্যাংক খাতে তালিকাভুক্ত ত্রিশটি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ৩টির, অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ারের দর। ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়ায় দেশের ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫ পয়েন্ট।
অন্যদিকে, আর্থিক খাতে আজ লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে ৮টির দর বেড়েছে, ৫টির দর কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে। তবে বেশিরভাগ বড় মূলধনী কোম্পানির শেয়ার দর বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক বাড়লেও লেনদেন কমেছে এবং বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরও কমেছে। এর ফলে টানা দুদিন সূচক কমার পর সূচক বাড়ল। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৯ পয়েন্ট। সিএসইতে টানা তিনদিন সূচক কমলো।