সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ৬৪ লাখ ৩৯ হাজার ৫৪২টি শেয়ার ৩৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৭ কোটি ৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের।
এছাড়া আমান কটনের ৫ লাখ ৮ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ৪ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১০ লাখ ৩০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১০ লাখ ৮০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১০ লাখ ৩ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১২ লাখ ৮৮ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৭৫ হাজার টাকার, জেনেক্সের ২৫ লাখ ২৫ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৬ লাখ ৯৪ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৯ লাখ ২০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ লাখ ২৯ হাজার টাকার, মীর আখতারের ৫ লাখ ৮ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৩ লাখ ২ হাজার টাকার, সী পার্লের ৬ লাখ ৫ হাজার টাকার, শাশা ডেনিমসের ৭ লাখ ৩০ হাজার টাকার, সিমটেক্সের ৩৯ লাখ ৪৯ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।