পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লভ্যাংশের ওপর আয়করমুক্ত সীমা বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (১০ মার্চ) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎকালে ডিবিএ নেতারা এ দাবি করেন। বাণিজ্যমন্ত্রীর বেইলি রোডের সরকারি দপ্তরে ডিবিএ প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের ব্যবসায়িক উন্নয়ন ও অগ্রগতিতে বিরাজমান সমস্যা সমাধানে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান ডিবিএ নেতারা।
এ সময়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পুঁজিবাজার সংক্রান্ত যেকোনো বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, পরিচালক মো. সাইফুদ্দিনসহ আরও অনেকে ছিলেন।