ঘরের সিন্দুকে পড়ে থাকা টাকা ব্যাংক খাতে আনতে আমানতের ওপর ৫০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত (আবগারি শুল্ক) রাখার দাবি জানিয়েছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
বুধবার (১০ মার্চ) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।
নজরুল ইসলাম মজুমদার বলেন, পরিচালকদের হস্তক্ষেপে কোনো ব্যাংক ব্যবস্থাপনা চলবে না। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত যত নীতিমালাই করুক না কেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যাংক চালান না। পরিচালনা পর্ষদ যেভাবে চালায়, সেভাবেই ব্যাংক চলে।
তিনি বলেন, পরিচালনা পর্ষদ যত ভালো হয়, ব্যাংক তত ভালো চলে। পর্ষদে যদি ভাঙন সৃষ্টি হয় অর্থাৎ মাথায় যদি পচন ধরে পুরো শরীরে এ ব্যাধি ছড়িয়ে পড়ে, ব্যাংক শেষ হয়ে যায়। আমাদের মধ্যে কয়েকটি ব্যাংক ইতোমধ্যে সর্বনাশ হয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রতিদিন আমরা গণমাধ্যমে দেখি ব্যাংক শেষ। কিন্তু মানুষ অনেক কষ্টের টাকা ব্যাংকের কাছে জমা রাখেন। সেই টাকায় ব্যাংকটি চলে। এখন যদি ওই ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে যারা টাকা রেখেছেন তাদের কি হয়? এজন্য আমি বলি আপনাদের (পরিচালক) কঠোর হতে হবে। যা ভুল হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ১২ বছরে দেশে ৬৫ শতাংশ ব্যাংকের শাখা বেড়েছে। অনেকে সমালোচনা করেন, নতুন কোনো ব্যাংকের দরকার নেই। তারপরও প্রধানমন্ত্রী দেশের শিল্প-বাণিজ্য উন্নয়নে নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছেন, যাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পায় দেশের।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যাংকের উদ্দেশ্য যেন ব্যবসার পরিবর্তে সেবা হয়। বেঙ্গল ব্যাংকের পরিচালনা পর্ষদের সবাই ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে ভালো। তারা মানুষকে নিয়ে কাজ করবে, তাই আমি তাদের সঙ্গে একমত।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। দাতা সংস্থাগুলো আমাদের ওপর চেপে বসবে এমন নেতিবাচক কথাও এসেছিল। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি, প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবলে শুধু ৯ শতাংশ নয়, এখন তারও নিচে ৭/৮ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন ব্যবসায়ীরা।
ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য হবে গ্রাহকের সেবা দেয়া। অনলাইন ব্যাংকিংয়ে আমরা বেশি জোর দেব। ছোট ও নারী উদ্যোক্তাদের পাশে সব সময় থাকবে আমাদের ব্যাংক।