1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইউনাইটেড এয়ারের পর্ষদের কার্যকারিতা নিয়ে বেবিচককে বিএসইসির চিঠি
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:২২ এএম

ইউনাইটেড এয়ারের পর্ষদের কার্যকারিতা নিয়ে বেবিচককে বিএসইসির চিঠি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের অচল কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজকে সচল করার উদ্যোগ নিয়েছে কমিশন। তারই প্রেক্ষিতে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছে বিএসইসি। নতুন পরিচালনা পর্ষদকে সহযোগিতার জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (০৮ মার্চ) বেবিচকের চেয়ারম্যান বরাবর এই চিঠি দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ইউনাইটেড এয়ারওয়েজের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য মূলত বেবিচককে চিঠি দিয়েছে বিএসইসি। যাতে কোম্পানিটি সর্ম্পকে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ করে বেবিচক। একইসঙ্গে পুরোনো পরিচালনা পর্ষদের কোনো কথায় বেবিচক যেনো কোনো সিদ্ধান্ত না নেয়।

বিএসইসি সূত্রে আরও জানা গেছে, নতুন পরিচালনা পর্ষদকে সহযোগিতার জন্য বেবিচককে চিঠিতে অনুরোধ করা হয়েছে। যাতে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম শুরু করা যায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ