সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬৮ বারে ১৯ হাজার ৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫.৫৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮০৫ বারে ২ লাখ ২৬ হাজার ৬৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪.৫৪ শতাংশ কমেছে। ফান্ডটি ১৯১ বারে ৪ লাখ ৬ হাজার ১৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে জুট স্পিনার্সের ৪.৫৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৪৭ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৩.৫৯ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৫৭ শতাংশ, সাভার রিফ্রেক্টরিজের ৩.৪২ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৩.৩৮ শতাংশ ও এমআই সিমেন্টের শেয়ার দর ৩.৩৬ শতাংশ কমেছে।