1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সুকুক বন্ড ইস্যুর জন্য বেক্সিমকো ও সিটি ক্যাপিটালের চুক্তি
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ এএম

সুকুক বন্ড ইস্যুর জন্য বেক্সিমকো ও সিটি ক্যাপিটালের চুক্তি

  • আপডেট সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) সুকুক বন্ড বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে। গত মঙ্গলবার (২ মার্চ) বেক্সিমকো পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সুকুক বন্ড ইস্যু করার জন্য কোম্পানিটি আজ রোববার (৭ মার্চ) সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে। চুক্তি অনুসারে সিটি ব্যাংক ক্যাপিটাল ওই বন্ডের ইস্যু ম্যানেজার, অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে। সিটি ব্যাংক ক্যাপিটাল সূত্রে এই তথ্য জানা গেছে।

বেক্সিমকো গ্রুপের পরিচালক ও গ্রুপের প্রকৌশল ও জ্বালানী ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর কায়সার চৌধুরী এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর দুই সহযোগী প্রতিষ্ঠান-তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড এবং কোম্পানিটির টেক্সটাইল ডিভিশনের ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, গত ২ মার্চ বেক্সিমকো পরিচালনা পর্ষদের বৈঠকে সুকুক বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত হয়। আজ ৭ মার্চ ইস্যু ম্যানেজারের সঙ্গে চুক্তি হয়। আজ ৭ মার্চ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। আগামী ৩০ মার্চ কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ