বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো-ডাচ-বাংলা ব্যাংক, লাফার্জ হোলসিম সিমেন্ট, ইউনিলিভার কনজুমার কেয়ার ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ সর্বমোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১০ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৭ টাকা ৮৯ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৮ টাকা ৬৫ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩১ টাকা ২২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ১১ টাকা ৬৮ পয়সা ছিল।
আগামী ২৬ এপ্রিল, সোমবার সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ চূড়ান্ত ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত হিসাব বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা।
আগামী ২২ এপ্রিল বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।
ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড: পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ৯৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২৩ টাকা ৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড: ফান্ডটি ইউনিটহোল্ডারদের জন্য ১.৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত হিসাব কছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। ফান্ডটির বাজার মূলধন অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৬ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ।