সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বীমা খাতের সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় পুঁজিবাজারে উত্থান হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬০ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগেরদিন বুধবারের মতো আজও বীমা খাতে সিংহভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এখাতে তালিকাভুক্ত ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে আজ দর বেড়েছে ৩৭টির, কমেছে ৫টির ও অপরিবর্তিত রয়েছে ৭টির। বীমা কোম্পানিগুলোর শেয়ার দর এক থেকে ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল বীমা কোম্পানি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ দেওয়ার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের নজর এখন বীমা খাতের শেয়ারের দিকে। ফলে আবারও বাড়ছে বীমা কোম্পানির শেয়ার দর। আজ বীমা খাতের পাশাপাশি বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার, মেরিকো, বার্জার পেইন্টস এবং দেশি বড় প্রতিষ্ঠান ইবনে সিনা, বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মার শেয়ার দরও বেড়েছে। এ কারণে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমার পরও আজ উভয় বাজারে বেড়েছে সূচক। ফলে বুধবার সূচকের পতন হলেও বৃহস্পতিবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার।
এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৭.৭০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ সূচক সাড়ে পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এদিন শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৮ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক কমেছে ২০ দশমিক ৩৭ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫০টির ও অপরিবর্তিত রয়েছে ১০৭টির শেয়ার দর। এদিন লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকা। আজ বীমা খাতে শেয়ার দর বৃদ্ধির পাশাপাশি লেনদেনও আগের দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে। আগেরদিন বীমা খাতে লেনদেন ছিল ৩৫ কোটি ৭৩ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৬৮ কোটি ৯২ লাখ টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ারের দর। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩২ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকা। সিএসইতেও আজ বীমা কোম্পানিগুলোর লেনদেন বেড়েছে।