1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারের সূচক ও লেনদেনে ভাটা
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ এএম

পুঁজিবাজারের সূচক ও লেনদেনে ভাটা

  • আপডেট সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
world share market-

আগের কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে বড় উত্থান হলেও আজ বুধবার পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমলেও বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৮.০৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.১০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৫.৮৫ পয়েন্ট এবং সিডিএসইটি ৪.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪২.৬৩ পয়েন্টে, ২০৯২.৩০ পয়েন্টে এবং ১১৬৯.৪৬ পয়েন্টে।

আজ ডিএসই ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৮ কোটি ১০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৯৪ টাকার।

ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির বা ৩৫.১১ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৯টির বা ৩৬.২৪ শতাংশের এবং ১০২টির বা ২৮.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১৬.০৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ