1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনেও উন্নতি
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ এএম

পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনেও উন্নতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

আগেরদিন মার্চের প্রথম কার্যদিবস কিছুটা উত্থান হলেও দ্বিতীয় কার্যদিবস (২ মার্চ) পুঁজিবাজারেবড় উত্থানে শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৮.২৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৬৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট এবং সিডিএসইটি ১৯.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫.৭৪ পয়েন্টে, ২১০৮.১৫ পয়েন্টে এবং ১১৭৪.২২ পয়েন্টে।

আজ ডিএসই ৭৮৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭০ কোটি ৯২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৮ কোটি টাকার।

ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৬৫.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৫টির বা ৯.৮০ শতাংশের এবং ৮৯টির বা ২৪.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২৯.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬.০৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ