1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এসএস স্টিল: আর্থিক হিসাবে অসঙ্গতি পেয়েছে ডিএসই
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২১ এএম

এসএস স্টিল: আর্থিক হিসাবে অসঙ্গতি পেয়েছে ডিএসই

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
ss steel

র্পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০) আর্থিক হিসাবে অসঙ্গতি খুজেঁ পেয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানিটির ওই আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা ভঙ্গ করা হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

সম্প্রতি ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ মাজহারুল হক সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি এসএস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। যার অনুলিপি বিএসইসির করপোরেট ফাইন্যান্স বিভাগের নির্বাহি পরিচালকের কাছে দেওয়া হয়েছে।

ডিএসই চিঠিতে জানিয়েছে, কোম্পানি কর্তৃপক্ষ আয়কর গণনার প্রয়োজনীয় বিস্তারিত তথ্য আর্থিক হিসাবে প্রদান করেনি। এর মাধ্যমে আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) -১২ এর ৪৬ ও ৮১(সি) লঙ্ঘন করেছে।

এছাড়া আর্থিক হিসাবে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) প্রকাশ করেছে। যা বিভ্রান্তিকর তথ্য। অথচ আইএএস-৩৩ এর ৬৬ অনুযায়ি কোম্পানির শুধুমাত্র বেসিক ইপিএস এবং ডাইলুটেড ইপিএস দেখানো উচিত। যেখানে সমন্বিত ইপিএস বলে কিছু দেখানোর সুযোগ নেই। যদি সমন্বয় করার মতো কোন ইপিএস থাকে, সেটাও সমন্বয় পরবর্তী বেসিক ইপিএস হবে।

চিঠিতে বলা হয়েছে, কোম্পানি কর্তৃপক্ষ শুধুমাত্র ডিরেক্ট মেথডে নগদ প্রবাহ স্টেটমেন্ট তৈরী করেছে। এর মাধ্যমে বিএসইসির নোটিফিকেশন নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/২০৮/এডমিন/৮১ এর ৪(৪) লঙ্ঘন করেছে।

কোম্পানিটির আগের বছরের একইসময়ের তুলনায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ২১.৫৪ শতাংশ। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পার্থক্য সত্ত্বেও কোম্পানি কর্তৃপক্ষ এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য বা কারন উল্লেখ করেনি। যা বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/২০৮/এডমিন/৮১ লঙ্ঘন। একইভাবে নিট অপারেটিং ক্যাশ ফ্লো হিসাবেও তাৎপর্যপূর্ণ পার্থক্য হওয়া সত্ত্বেও কারন উল্লেখ করেনি। এর মাধ্যমে নোটিফিকেশনটি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

কোম্পানিটি আয়ের হিসাবের ক্ষেত্রে আইএএস-১৮ প্রয়োগ করেছে বলে উল্লেখ করেছে। কিন্তু এটি আরও আগেই বিলুপ্ত করা হয়েছে। আইসিএবি এক নির্দেশনায় ২০১৭ সালের ১৪ ডিসেম্বর আইএএস-১৮ এর পরিবর্তে আয়ের হিসাবে আইএফআরএস-১৫ ব্যবহারের কথা বলেছে। যা ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর।

এই কোম্পানি কর্তৃপক্ষ রিলেটেড পার্টির সঙ্গে লেনদেনের বিষয়ে আর্থিক হিসাবে বিস্তারিত তথ্য সরবরাহ করেনি। এর মাধ্যমে আইএএস-২৪ এর ১৮ লঙ্ঘন করেছে।

এ বিষয়ে এসএস স্টিলের সচিব মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের কাছে ডিএসই ব্যাখ্যা চেয়েছে এবং আমরা তা দিয়েছি।

উল্লেখ্য, ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এসএস স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। এরমধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৪.৫২ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ