1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইতিবাচক প্রবণতা দিয়ে মার্চের লেনদেন শুরু
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ পিএম

ইতিবাচক প্রবণতা দিয়ে মার্চের লেনদেন শুরু

  • আপডেট সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
up.

ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস পতন হলেও মার্চ মাসের প্রথম কার্যদিবস উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৬.৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.৫৬ পয়েন্ট এবং সিডিএসইটি ৫.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৯.০৭ পয়েন্টে, ২০৬৯.৩৯ পয়েন্টে এবং ১১৫৪.৪১ পয়েন্টে।

আজ ডিএসই ৬১৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪২ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৬৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৬.৬৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৫টির বা ২৯.৮৩ শতাংশের এবং ১১৮টির বা ৩৩.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮৭.০২ পয়েন্টে। সিএসইতে আজ ২২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ৫৭টির আর ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ