পুঁজিবাজারের সদ্য তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেড আজ চতুর্থ দিনেও বিক্রেতা সংকটে পড়ে পড়ে হল্টেড থাকে। এদিনও লেনদেনের শেষ পর্যন্ত কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা সংকটে থাকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি পুঁজিবাজারে ই-জেনারেশন লিমিটেডের শেয়ার লেনদেন শুরু করে। গত চার কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হচ্ছে।
আজ চতুর্থদিন আজ রোববার শেয়ারটির দর ২ টাকা ৪ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়ে ২৭.১০ টাকা লেনদেন হয়। এ সময়ে কোম্পানিটি ১৪৩ বার হাত বদল হয়ে ১ লাখ ৪৩ হাজার ৪৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ ৮৮ হাজার টাকা।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।ত ১৮ নভেম্বর আইপিও অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।