পুঁজিবাজারের খাদ্য ও আনুষাঙ্গিক খাতের তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা অনিবার্য কারণবশত আজ (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা আজ, ২৩ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে আজ বোর্ড সভার আয়োজন করা হয়নি। তবে কি কারণে বোর্ড সভা অনুষ্ঠিত হয়নি তা জানা যায়নি।
জানা যায়, ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বঙ্গজ লিমিটেড। “এ” ক্যাটাগরির আওতাভুক্ত কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
এদিকে, তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ২৬ পয়সা।
৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনধারী কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭ কোটি ২৬ লাখ ২০ লাখ টাকা। বৃহস্পতিবার দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ২১৬ টাকা ২০ পয়সা।
শেয়ারবার্তা / মিলন