1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে এমজেএল বিডি
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১২ পিএম

অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে এমজেএল বিডি

  • আপডেট সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
MJL

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ (এমজেএল বিডি) কর্তৃপক্ষ ২০১৯-২০ হিসাব বছরে প্রায় ১৩ কোটি টাকার অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে। কোম্পানির আর্থিক হিসাব নিরীক্ষা করে সংশ্লিষ্ট নিরীক্ষক এমন তথ্য জানিয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, শ্রম আইন অনুযায়ী প্রতি বছর করপূর্ববর্তী মুনাফার উপরে ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হয়, যা শ্রমিকদের মাঝে বিতরণ করা হবে। কিন্তু এমজেএল বিডি কর্তৃপক্ষ এই ধরনের ফান্ড গঠন করেনি। এমনকি সাবসিডিয়ারি কোম্পানিতেও এই ফান্ড গঠন করা হয়নি। এর মাধ্যমে সমন্বিত হিসাবে ২০১৯-২০ হিসাব বছরে ১২ কোটি ৯৮ লাখ টাকার বেশি আয় দেখিয়েছে এমজেএল বিডি। যার পরিমাণ এককভাবে ১০ কোটি ৩৪ লাখ টাকা।

এই অতিরঞ্জিত মুনাফার মাধ্যমে ওই হিসাব বছরে সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি ০.৪১ টাকা আয় বেশি দেখানো হয়েছে। যার পরিমাণ একক হিসাবে ০.৩৩ টাকা।

প্রসঙ্গত, ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এমজেএল বিডির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ২৮.৪৮ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ