বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৫ ফেব্রুয়ারি) প্র্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১। গেল সপ্তাহে ফান্ডটির দর কমেছে ১৪.৪৪ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে ফান্ডটির সর্বমোট ৮৬ লাখ ৮৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন লেনদেন ছিল ২১ লাখ ৭১ হাজার টাকা।
দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়াং ডাইং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৭.৭৯ শতাংশ।
দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে আইডিএলসি ফাইন্যান্সের ৭.৬০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৭.৫১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৬.৩৮ শতাংশ, বেক্সিমকোর ৬.১৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৬৮ শতংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৫.৬৪ শতাংশ এবং মীর আখতার হোসেন লিমিটেডের ৫.৩৯ শতাংশ।