1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারের ৪৬ কোম্পানি পেল বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ এএম

পুঁজিবাজারের ৪৬ কোম্পানি পেল বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৪৬টি কোম্পানি আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবারে মোট ১৫টি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।

এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে রূপালী ব্যাংক লিমিটেড।

প্রাইভেট কামার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

প্রাইভেট কর্মাশিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার যৌথভাবে পেয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড।

নন-ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার যৌথভাবে পেয়েছে নিটোল ইন্স্যুরেন্স লিমিটেড ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার যৌথভাবে পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে মেঘনা লাইফ ইন্সযুরেন্স লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিমিটেড ।

ফার্মাসিউটিক্যালস ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে রেনাটা লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার যৌথভাবে পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

টেক্সটাইলে ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে স্কয়ার টেক্সটাইল লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার যৌথভাবে পেয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ।

অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড।

পাওয়ার এন্ড এনার্জি ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে সামিট পাওয়ার লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার যৌথভাবে পেয়েছে ডোরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেড ও বারাকা পাওয়ার লিমিটেড।

অ্যাগ্রো এন্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার পেয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

ট্রেডিং এন্ড অ্যাসেম্বলি ক্যাটাগরিতে প্রথম (গোল্ড) পুরস্কার যৌথভাবে পেয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। দ্বিতীয় (সিলভার) পুরস্কার পেয়েছে ইনফরমেশন টেকনোলজি কন্সাল্ট্যান্টস লিমিটেড। তৃতীয় (ব্রোঞ্জ) পুরস্কার পেয়েছে নাভানা সিএনজি লিমিটেড।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টেন্টস এর প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হুসাইন, করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, আইসিএমএবি’র সভাপতি মো. জামাল উদ্দিন আকন্দ, আইসিএমএবি’র সহ-সভাপতি মো. মামুনুর রশিদ ও আইসিএমএবি’র সচিব মনিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠান সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় জুরি বোর্ড সদস্য ছিলেন সাবেক গভর্ন ড. আতিউর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সত্য প্রসাদ মজুমদার এবং আইডিএলসির সাবেক সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আনিস এ. খান।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ