1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শিল্পখাতের আধুনিকায়নে এক হাজার কোটি টাকার তহবিল
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১২ এএম

শিল্পখাতের আধুনিকায়নে এক হাজার কোটি টাকার তহবিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

রপ্তানিমুখী শিল্পখাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘টেকনোলজি ডেভলপমেন্ট, আফগ্রেডেশন ফান্ড’ নামে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এ লক্ষে আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখি শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি জন্য ‘রপ্তানি নীতি ২০১৮-২১’ এর আলোকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চু্ক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) উক্ত তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে ৯টি বাণিজ্যিক ব্যাংক ও ৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ‌‌‘অংশগ্রহণ চুক্তি’ স্বাক্ষর হয়েছে।

সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর আয়োজনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক জনাব মু. সহিদুল ইসলাম, সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক জনাব খন্দকার মোরশেদ মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক এবং ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, ইউনাইটেড ফাইন্যান্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহীগণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ