1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে ২৯ ব্যাংকের মুনাফা ৪ হাজার ৯২৩ কোটি টাকা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পিএম

পুঁজিবাজারে ২৯ ব্যাংকের মুনাফা ৪ হাজার ৯২৩ কোটি টাকা

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০১৯ সালের ৯ মাসের (জানুয়ারি- সেপ্টেম্বর) ব্যবসায় ৪ হাজার ৯২৩ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। তবে পরিশোধিত মূলধনের তুলনায় ডাচ-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে। এ সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছে ১.৭৭ টাকা। তালিকাভুক্ত ৩০ ব্যাংকের ২০১৯ সালের প্রথম ৯ মাসের সমন্বিত অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৫২ কোটি ৫৯ লাখ টাকা মুনাফা নিয়ে শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক। এরপরে ৩৪০ কোটি ৪১ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমেছে ব্র্যাক ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৩৩৬ কোটি ৫০ লাখ টাকা মুনাফা হয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের।

চলতি বছরের ৯ মাসে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ৩২ কোটি ৫৭ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে এবি ব্যাংকের। এ সময় ব্যাংকটির ১৪ কোটি ৪০ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ১৬ কোটি ৫৭ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রূপালী ব্যাংকের এবং ২৫ কোটি ৫৬ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন মুনাফা হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের।

এদিকে মুনাফায় ইসলামী ব্যাংক সবার ওপরে থাকলেও ব্যাংকটি ইপিএসে ১১তম স্থানে রয়েছে। এক্ষেত্রে পরিশোধিত মূলধনের তুলনায় ডাচ্-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.৭৩ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ইপিএস ৩.৫৫ টাকা। আর ৩.১২ টাকা ইপিএস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক।

তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মোট ৩০ হাজার ৯৬ কোটি ৯৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ২ হাজার ৯২০ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। তবে ব্যাংকটি মুনাফার হিসাবে রয়েছে ১৪তম স্থানে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ইসলামী ব্যাংক মুনাফায় ১ম স্থানে রয়েছে। এছাড়া ১ হাজার ৪৭২ কোটি ৬১ লাখ টাকার তৃতীয় সর্বোচ্চ পরিশোধিত মূলধন নিয়ে আইএফআইসি ব্যাংক মুনাফায় ১১তম অবস্থানে রয়েছে।

অপরদিকে সবচেয়ে কম ৪০০ কোটি ৮ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১৯তম স্থানে রয়েছে উত্তরা ব্যাংক। এরপরে দ্বিতীয় সর্বনিম্ন ৪১৪ কোটি ১৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ২৮তম অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক। এছাড়া তৃতীয় সর্বনিম্ন ৫০০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ৩য় অবস্থানে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ