পুঁজিবাজারের কর্মকান্ডে সম্পৃক্ত তিন মার্চেন্ট ব্যাংক লাইসেন্স বাতিলের হুমকিতে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের কথা ভাবছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বছরের পর বছর ধরে প্রতিষ্ঠান তিনটি মূলধন ঘাটতি থাকলেও তা পূরণ না করায় এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
মূলধন ঘাটতি পূরণের জন্য ওই তিন মার্চেন্ট ব্যাংককে বার বার সময় দেয়া হয়েছে। সর্বশেষ সময় আগামী ৩০ জুন, ২০২১ তারিখ শেষ হবে।
আলোচিত তিন প্রতিষ্ঠান হচ্ছে-বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড ও পিএলএফএস ইনভেস্টমেন্ট।
শুধু মূলধন ঘাটতি নয়, আইপিওতে প্রাতিষ্ঠানিক কোটা সুবিধা নেওয়ার ক্ষেত্রেও আইন লংঘন করেছে মার্চেন্ট ব্যাংক তিনটি। কোটা সুবিধায় নানা অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রতিষ্ঠান তিনটির কোটা সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।